ক্রেতাই ঠিক করতে পারবে নষ্ট ম্যাকবুক

সমকাল প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২, ১৭:১৪

অ্যাপলের ম্যাকবুক নিজেরাই ঠিকঠাক করে নিতে পারবেন গ্রাহকরা। এ জন্য 'সেলফ সার্ভিস রিপেয়ার' সেবার পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছে মার্কিন এ প্রযুক্তি জায়ান্ট। তবে ম্যাকবুকের পুরোনো মডেলগুলো এ সেবার অধীনে পড়ছে না। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সেলফ সার্ভিস রিপেয়ার সেবার আওতায় কেবল এম১ চিপের ম্যাকবুক এয়ার, ম্যাকবুক প্রো এবং পরবর্তী মডেলগুলো থাকছে। ক্রেতা নিজের ম্যাকবুক নিজে ঠিক করতে চাইলে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও টুল সরবরাহ করবে স্মার্ট ডিভাইস জায়ান্ট কোম্পানিটি। গত মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রে এম১ চিপনির্ভর ম্যাকবুকের যন্ত্রাংশ ও সারাইয়ের টুল বিক্রি করা শুরু করেছে অ্যাপল। এর আগে গত এপ্রিল মাসে আইফোনের জন্য সেলফ রিপেয়ার সেবা চালু করে অ্যাপল।


আইফোন ও ম্যাকবুকের জন্য এ সেবা বর্তমানে কেবল যুক্তরাষ্ট্রের গ্রাহকরা পাচ্ছেন। তবে চলতি বছরের মধ্যেই সেবাটি ইউরোপে চালু করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। এ সেবার অধীনে চাইলে ডিভাইস ঠিক করার জন্য প্রয়োজনীয় টুল কিনে নিতে পারেন ম্যাকবুক ক্রেতা। অথবা চাইলে একবার ব্যবহারের জন্য ৪৯ ডলার দামে প্রয়োজনীয় টুল ভাড়াও নেওয়া যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us