পডকাস্টের জন্য বিশেষায়িত পেজ এনেছে ইউটিউব

বণিক বার্তা প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২, ০৯:৫৭

বিশেষায়িত পডকাস্ট পেজ চালু করে নিজেদের অবস্থান আরেকটু দৃঢ় করছে ইউটিউব। গত জুলাইয়ে এ পেজ তার কার্যক্রম শুরু করলেও এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি বলে জানিয়েছে নাইনটুফাইভ গুগল। খবর দ্য ভার্জ।


শুধু যুক্তরাষ্ট্রে ইউটিউব ডটকম/পডকাস্ট ক্লিক করে অথবা অ্যাপ বা ব্রাউজারে এক্সপ্লোর পেজ দিয়ে এ পেজে প্রবেশ করা যায়, যদি সেখানে কোনো নতুন পডকাস্ট ট্যাব থাকে। নতুন পেজের ফিচারে বেশকিছু ট্রেন্ডিং শো ও চ্যানেল রয়েছে, যেগুলোর এরই মধ্যে লাখ লাখ সাবস্ক্রাইবার রয়েছে। যেমন দি এইচ৩ পডকাস্ট অথবা লোগান পল’স পডকাস্ট।


যদিও ইউটিউবের পডকাস্ট পেজটি তাদের প্রতিদ্বন্দ্বী পডকাস্ট প্লাটফর্মের মতো ততটা আভিজাত্যপূর্ণ নয়, তবে সেটা খুব বড় কোনো বিষয় নয়। মে মাসে পরিচালিত কুমুলাসের একটি গবেষণা বলছে, ইউটিউব এরই মধ্যে অ্যাপল পডকাস্ট ও স্পটিফাইয়ের তুলনায় ভালো কাজ করছে। এর কারণ ভিডিও পডকাস্ট বেড়ে যাওয়া এবং এটি ব্যবহার করা সহজ। অর্থাৎ শ্রোতারা যে ফরম্যাট জানে সেখানে স্থির থাকাটাই হবে বুদ্ধিমান সিদ্ধান্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us