You have reached your daily news limit

Please log in to continue


নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়তে চান জাপানের প্রধানমন্ত্রী

জাপানে নতুন নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার বিষয়টি বিবেচনা করা উচিত বলে মনে করেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

বিবিসি জানায়, ২০১১ সালে ফকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয়ের পর জাপানের বেশিরভাগ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়।

কিন্তু এখন বিশ্ব পরিস্থিতি পাল্টে গেছে। ইউক্রেইন যুদ্ধ এর জেরে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বর্তমানে পুরো বিশ্বেই বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে।

এ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে বৈচিত্রময় উৎস থেকে এর যোগান আসা জরুরি বলে মত কিশিদার।

এছাড়া, ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ দেশ হওয়ার যে লক্ষ্যমাত্রা জাপান ঠিক করেছে তা পূরণেও পরমাণু শক্তির উপর নির্ভরশীলতা বড়ানো প্রয়োজন বলেও মত প্রকাশ করেন কিশিদা।

বুধবার জ্বালানি বিষয়ক কৌশল নির্ধারণী একটি বৈঠকে প্রধানমন্ত্রী কিশিদা বলেন, (দুর্ঘটনা এড়াতে) অত্যাধুনিক পরমাণু চুল্লি নির্মাণের লক্ষ্যে যেমন কাজ করা হচ্ছে তেমনি জাপান সরকার যেসব পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে অচল আছে সেগুলো পুনরায় সচল করার এবং সেগুলোর আয়ুষ্কাল বাড়ানোর বিষয়টিও বিবেচনা করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন