প্রস্রাব হল একটি জরুরি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রস্রাবের (Urine) মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় দূষিত পদার্থ। তারপরই শরীর সুস্থ থাকতে পারে। এটাই হল শরীরের স্বাভাবিক প্রক্রিয়া। তবে বেশিরভাগ মানুষই বিষয়টি নিয়ে একবারেই ভাবতে চান না। তাই প্রস্রাবে সমস্যা তৈরি হলেও তা তাঁরা বুঝতে পারেন না। এবার সাধারণত প্রস্রাবে একটা ঝাঁঝালো গন্ধ থাকে। তবে সাধারণত ইউরিন থেকে দুর্গন্ধ কিন্তু বের হয় না। এবার প্রস্রাবে দুর্গন্ধ (Urine Smells Bad) হলে সতর্ক হয়ে যেতে হবে। কারণ এর পিছনে থাকে অনেক গুরুতর অসুখ।
বিশেষজ্ঞরা বলে থাকেন, আসলে আমাদের মধ্যে বহু মানুষের প্রস্রাবে খারাপ গন্ধ থাকে। এবার এই দুর্গন্ধ থাকার কারণ কিন্তু অনেক গুরুতর সমস্যা হতে পারে। তবে দেখা গিয়েছে যে মানুষ বুঝতেই চান না যে কী সমস্যা হচ্ছে, আর কেন হচ্ছে। তাই সতর্ক হয়ে যাওয়া হল খুবই জরুরি।