You have reached your daily news limit

Please log in to continue


রক্তে সিনেমার টাকা, তাই একজন দর্শকেও চলছে শো

সন্ধ্যা ৬ টার শো। মাত্র একজন দর্শক নিয়েও শো চলছে। সরেজমিনে এমনটাই দেখা গেল বদরগঞ্জের একমাত্র সিনেমা হল মিতা সিনেমায়। বিদ্যুৎ বিলও উঠবে না, তারপরেও কেন শো চলছে? এমন প্রশ্নের জবাব দিতে পারলেন না হলের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা জাকিরুল।

তবে জাকিরুল জানালেন, এই সিনেমায় দর্শক দিনের শোগুলোতে ভালোই হয়, কিন্তু সন্ধ্যায় দর্শক কম থাকে। প্রায় প্রতি সন্ধ্যার শোতেই দর্শক থাকে না। এভাবেই চলে। সিনেমা হলটিতে সে মুহূর্তে চলছিল পরাণ সিনেমাটি। একজন দর্শক নিয়ে কেন চলছে সিনেমা এ প্রশ্নের উত্তর পাওয়া গেল মিতা সিনেমার মালিক শরীফুল ইসলামের নিকট।   রংপুর জেলায় এই মুহূর্তে দু'তিনটি সিনেমা হল চালু রয়েছে তার মধ্যে একটি বদরগঞ্জ উপজেলার মিতা সিনেমা। শরীফুল ইসলামের সিনেমা হলের ব্যবসার পাশাপাশি রয়েছে চালের ব্যবসা। সেখানেই তিনি বসেন। খুব সহজেই পাওয়া গেল তাঁকে। সিনেমা হল প্রসঙ্গে আলাপ শুরু করতেই বললেন, ‘আমরা পারিবারিকভাবে সিনেমা হলের ব্যবসার সঙ্গে যুক্ত। আমাদের আরো দুটি সিনেমা হল ছিল। বদরগঞ্জের কথাকলি সিনেমা হলটিও আমাদের ছিল, এছাড়া গঙ্গাচড়ায় আরেকটি সিনেমা হল ছিল। আমরা সিনেমা হলের ব্যবসা শুরু করি ১৯৬৯ সালে। তাই বুঝতেই পারছেন আমাদের শরীরে সিনেমার টাকা রয়েছে। সিনেমার টাকা খেয়ে আমরা বড় হয়েছি, বেড়ে উঠেছি। তাই লোকসান দিয়েও সিনেমা হলটি আমি এখনো চালু রেখেছি। ’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন