খরচ ও উৎপাদনের হিসাব মিলছে না কৃষকের

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২, ১২:০৬

হঠাৎ করে সার-ডিজেলের দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন নেত্রকোনার চাষিরা। উৎপাদন খরচের সঙ্গে উৎপাদিত ফসলের মূল্যের সমন্বয় করতে হিমশিম খেতে হচ্ছে চাষিদের। উৎপাদন সামগ্রীর দাম না কমালে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা কমে আসবে। মূল্য বৃদ্ধি পাওয়ায় শুধুমাত্র ইউরিয়া সারেই জেলার কৃষকদের অতিরিক্ত গুণতে হবে সাড়ে ৫ কোটি টাকা।


জেলা কৃষি বিভাগ জানিয়েছে, নেত্রকোনায় পুরোদমে শুরু হয়েছে রোপা আমনের আবাদ। এ বছর আমনের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৫৮৪ হেক্টর জমি। ইউরিয়া সারের চাহিদা রয়েছে ৯ হাজার ৮৮৪ মেট্রিক টন, টিএসপি ১ হাজার ৪৪ মেট্রিক টন, ডিএপি ৩ হাজার ৪৫৯ মেট্রিক টন ও পটাশ সারের চাহিদা রয়েছে ২ হাজার ৮৭৫ মেট্রিক টন। এসব সারের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকের বাড়তি গুণতে হবে প্রায় বিশ কোটি টাকা।


 
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us