এই ছবিতে লুকিয়ে আছে ১৩ মুখ, দেখুন তো খুঁজে পান কিনা

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২, ১১:৫৮

সংখ্যা থেকে ছবি, নানা রকমের দৃষ্টিভ্রম দেখা যাচ্ছে অপটিক্যাল ইলিউশনের ছবিতে। এই অপটিক্যাল বিভ্রমগুলি যে শুধু অবসর সময় যাপনের জন্য তা নয়। বরং মনোবিশ্লেষণের ক্ষেত্রে এর অনেক গুরুত্বও রয়েছে। আমাদের ব্যক্তিত্বের একটি দিকও তুলে ধরে এইসব অপটিক্যাল ইলিউশন। যার সম্পর্কে আমরা হয়তো সচেতনই নই এমনটাই মত। যদিও বিপরীত মতও আছে যে এর মাধ্যমে মন ও মস্তিষ্ক  এই দুইয়েরই ক্ষমতা বুঝতে পারা যায়। 


তাই এসব ছবি শুধুই ছবির ধাঁধা নয়। আমরা কীভাবে একটি নির্দিষ্ট বিষয়কে দেখি তার পাশাপাশি আমাদের ব্যক্তিত্বের একটি দিকও তুলে ধরে এইসব অপটিক্যাল ইলিউশন। এই ছবির ক্ষেত্রেই যেমন। জঙ্গলের এই ছবিটিতে না কি লুকিয়ে রয়েছে ১৩টি মুখ। একবার দেখে বোঝার উপায় নেই। খুঁটিয়ে দেখতে হবে প্রতিটি ছবি। এতে সময় প্রয়োজন, ধৈর্য্যও প্রয়োজন। জঙ্গলের এই ছবিটি তৈরি করেছেন বেভ ডুলিটল। ছবিটি অত্যন্ত জনপ্রিয়। যার নাম ‘দ্য ফরেস্ট হ্যাজ আইজ’। চ্যালেঞ্জ হলো এই জঙ্গলে লুকিয়ে থাকা মুখগুলিকে খুঁজে বের করা। এক বা দুইটি নয় ১৩টি মুখাবয়ব রয়েছে ছবিটিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us