‘ভালবাসা ভালবাসা’, ‘অপরাজিত’— এমনই সব একের পর এক হিট ধারাবাহিক। নেপথ্যে ‘ব্লু ওয়াটার প্রোডাকশন’। যিশু সেনগুপ্ত, নীলাঞ্জনা সেনগুপ্তর প্রযোজনা সংস্থা। কিন্তু আচমকাই বন্ধ হয়ে যায়। তার পর সময় গড়িয়েছে। এসেছে বহু ধারাবাহিক, বহু নতুন মুখ।
যিশুও কলকাতার গণ্ডি ছাড়িয়ে পা রেখেছেন মুম্বই এবং দক্ষিণে। তবে এ বার প্রযোজক হয়ে ফিরছেন অভিনেতা।তাঁর নতুন প্রযোজনা সংস্থার নাম ‘যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন’। সঙ্গে রয়েছেন অভিনেতার দিদি রাই সেনগুপ্তও। বুধবার সাতসকালে প্রকাশ্যে এল যিশু, নীলাঞ্জনা প্রযোজিত নতুন ধারাবাহিকের প্রথম ঝলক। নতুন এই ধারাবাহিকের নাম ‘হরগৌরি পাইস হোটেল’।