পর্তুগাল থেকে ব্রাজিলের স্বাধীন হওয়ার দুইশো বছর পূর্তি উপলক্ষে দেশটির প্রথম সম্রাট প্রথম ডোম পেদ্রো'র সংরক্ষিত হৃদপিণ্ড পর্তুগাল থেকে ব্রাজিলিয়ায় নেওয়া হয়েছে। একটি কাঁচের পাত্রে ফরমালডিহাইড দিয়ে সংরক্ষণ করা হয়েছিল পেদ্রোর হৃদপিণ্ড।
পর্তুগাল থেকে সামরিক প্লেনে পেদ্রোর সংরক্ষিত হৃদপিণ্ড ব্রাজিলে পাঠানো হয়। স্বাধীনতা দিবসে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে জনসাধারণের জন্য প্রদর্শনীতে রাখা হবে এটি। এর আগে সামরিক অভিবাদন দেওয়া হবে।
ব্রাজিলের বিমান বাহিনীর প্লেনে করে তার হৃদপিণ্ড পোর্তোতে নিয়ে গেছেন পোর্তোর মেয়র রুই মোরেইরা।
তিনি বলেছেন, সম্রাটের হৃদপিণ্ডকে রাষ্ট্রপ্রধানের মর্যাদায় বরণ করা হবে।
পেদ্রোরই লেখা বর্তমান ব্রাজিলের স্বাধীনতা সঙ্গীত বাজানো হবে। ব্রাসিলিয়ায় তোপধ্বনি, গার্ড অব অনার এবং অন্যান্য সামরিক কায়দায় শ্রদ্ধা জানানো হবে।