না ফেরার দেশে চলে গেলেন সফল ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক শফিকুর রহমান মুন্না। ক্যান্সারে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে শফিকুর রহমান মুন্নার বয়স হয়েছিল ৭০ বছর। স্বাধীনতার পর ঢাকার ক্লাব ক্রিকেটকে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে বড় ভূমিকা ছিল মুন্নার। সত্তর দশকের মাঝামাঝি ঢাকার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ক্রিকেট সম্পাদক ও ম্যানেজার হিসেবে যাত্রা শুরু হয় তাঁর।
ঢাকাই ক্লাব ক্রিকেটের জনপ্রিয় সংগঠক বনে যাওয়া মুন্না দেশের ক্রিকেটের অভিভাবক বিসিবির অন্যতম শীর্ষ কর্তা হিসেবেও কাজ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। সেই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। আজ বাদ আসর গুলশানের আজাদ মসজিদে মুন্নার জানাজা অনুষ্ঠিত হবে।