আমার অ্যাকাউন্টে অনেক টাকা আছে: আলিয়া

প্রথম আলো প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২, ১১:১৫

ফিল্মি দুনিয়ায় ১০ বছর পার করতে চলেছেন বলিউড নায়িকা আলিয়া ভাট। ২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবি দিয়ে তাঁর অভিনয়জীবন শুরু হয়। আজ এই বলিউড তারকা কোটি কোটি রুপির মালিক। ক্যারিয়ারের প্রথম ছবিতে আলিয়ার ঝুলিতে কত রুপি এসেছিল, তা সম্প্রতি তিনি নিজেই ফাঁস করেছেন।


মাত্র ১৯ বছর বয়সে আলিয়া ক্যারিয়ার শুরু করেন। এই মুহূর্তে তিনি বলিউডের সর্বোচ্চ আয়কারী নায়িকাদের একজন। সম্প্রতি এক পত্রিকায় সাক্ষাৎকারে আলিয়ার অভিষেক ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর প্রসঙ্গ উঠে এসেছে। এই সময় তিনি তাঁর প্রথম ছবির পারিশ্রমিক নিয়ে কথা বলেন। আলিয়া বলেন, ‘আমি আমার প্রথম ছবির জন্য ১৫ লাখ টাকার চেক পেয়েছিলাম। এই চেক পাওয়ার পর আমি তা আমার মায়ের (সোনি রাজদান) হাতে তুলে দিয়েছি। আর তখন থেকে তিনিই আমার টাকাপয়সার হিসাব রাখেন। এ বিষয়ে আমি মাথা ঘামাই না।’


১৪ এপ্রিল ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রেমিক রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া। এখন তিনি মা হতে চলেছেন। বিয়ের পরও মা-ই আলিয়ার অ্যাকাউন্ট সামলান। এই বলিউড নায়িকা এ প্রসঙ্গে আরও বলেন, ‘আমি জানি না আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। এটা সত্যি যে আমার অ্যাকাউন্টে অনেক টাকা আছে। কিন্তু কত আছে, তা আমার জানা নেই। আমার টিম সব সময় আমাকে বলে যে আর্থিক বিষয় আমার একটু দেখা উচিত। আমি এখন মা হতে চলেছি, তা-ই এদিকে আমাকে বিশেষ খেয়াল রাখতে হচ্ছে। আর্থিক দিক দেখার মতো সময় কোথায়। তবে আমার হাত থেকে খুব সহজে টাকা বের হয় না।’


আলিয়া ভাটকে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে বরুণ ধাওয়ান আর সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে দেখা গিয়েছিল। আলিয়ার মতো বরুণ আর সিদ্ধার্থেরও এটা ছিল অভিষেক ছবি। আলিয়ার হাতে এখন দারুণ সব প্রজেক্ট। তাঁকে শিগগিরই রণবীর কাপুরের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে। এ ছাড়া রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে আলিয়া আসছেন ‘রকি অউর রানী কি প্রেমকাহানি’ ছবিতে। ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবিতে আছেন তিনি। এদিকে শিগগিরই তাঁর হলিউডে অভিষেক হতে চলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us