‘রহস্য ভিডিও’ বানাতে বাড়ির উঠানে খোঁড়া কবরে সারা রাত কাটিয়েছেন এক তরুণ। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে আজ সোমবার সকালে মিজানুর রহমান (২৩) নামের ওই তরুণকে আটক করেছে পুলিশ। ‘কবরের অভিজ্ঞতার’ ভিডিও ধারণের কাজে সহযোগিতার জন্য তাঁর বড় ভাই আবু হাসানকেও আটক করে থানায় নেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রামে। আটক দুই ভাই একই গ্রামের বাসিন্দা।
মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন প্রকৌশল পাস করেছেন। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির প্রস্ততি নিচ্ছেন। বড় ভাই আবু হাসান বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করেছেন।