নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে গোসলে নেমে মো. আবির হোসেন সুমন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ আগস্ট) রূপগঞ্জের মুড়াপাড়া ডিগ্রি কলেজের পাশে পুকুরে গোসলে নেমে ডুবে যান তিনি। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বিকেল সোয়া ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আবিরের বাবা বিল্লাল হোসেন বলেন, আমার ছেলে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। আজ সকাল ১০টার দিকে ক্রিকেট খেলতে মুড়াপাড়া ডিগ্রি কলেজে যায়। বৃষ্টির কারণে খেলা না হওয়ায় বন্ধুরা মিলে পাশেই একটি পুকুরে গোসল করতে নামে।