সাড়ে ৫ ঘণ্টা পর মহাসড়ক থেকে সরলেন চা-শ্রমিকেরা, যান চলাচল স্বাভাবিক

প্রথম আলো প্রকাশিত: ২১ আগস্ট ২০২২, ২০:৩৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে সাড়ে পাঁচ ঘণ্টা অবস্থানের পর সরে গেছেন চা-শ্রমিকেরা। দৈনিক মজুরি ১৪৫ টাকা করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আজ রোববার বেলা ১১টায় মাধবপুরের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকার মহাসড়ক অবরোধ করেন হবিগঞ্জের ২৩টি চা-বাগানের শ্রমিকেরা।


মহাসড়ক অবরোধ করে মজুরি বাড়ানোর দাবিতে স্লোগান দিতে থাকেন শ্রমিকেরা। যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বিকেল সাড়ে চারটার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন শ্রমিকেরা। ধর্মঘটের অষ্টম দিনে গতকাল শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে শ্রম অধিদপ্তর ও সরকারের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন চা-শ্রমিকনেতারা। বৈঠক শেষে চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল ২৫ টাকা বাড়িয়ে মজুরি ১৪৫ টাকা করায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us