পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূল থেকে ২৫ বাংলাদেশি জেলে উদ্ধার

প্রথম আলো প্রকাশিত: ২১ আগস্ট ২০২২, ২০:৩২

ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশি ২৫ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। চারটি ট্রলার নিয়ে এসব জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন। ট্রলার ডুবে এসব জেলে ভাসতে ভাসতে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঢুকে পড়েন। পরে ভারতীয় ট্রলারে থাকা জেলেরা ভাসমান অবস্থায় তাঁদের উদ্ধার করেন।


ভারতের সমুদ্র উপকূল থেকে উদ্ধার হওয়া বাংলাদেশের ২৫ জেলে এখন পশ্চিমবঙ্গের রায়দিঘী ও কাকদ্বীপ মৎস্যবন্দরে রয়েছেন। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়েছেন। অসুস্থ জেলেদের কাকদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারের অনেক জেলে এখনো নিখোঁজ বলে জানা যাচ্ছে।


ঝড়ের কারণে গত শুক্রবার বাংলাদেশ–ভারত আন্তর্জাতিক নৌ সীমানার কাছে পশ্চিমবঙ্গের বাঘের চরে স্বাধীন ফিশিং নামে একটি ট্রলার ডুবে যায়। ট্রলারে থাকা ১১ জেলে ভাসতে ভাসতে দক্ষিণ চব্বিশ পরগনার বাঘের চরে গেলে একটি ভারতীয় ট্রলার ১১ জেলেকে উদ্ধার করে নিয়ে আসেন দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘী মৎস্যবন্দরে। সেখানে তাঁদের আশ্রয় দেন মৎস্যজীবী সমিতির কর্মকর্তারা। তাঁদের খাবারের ব্যবস্থাও করা হয়। অসুস্থদের ভর্তি করা হয় স্থানীয় এক হাসপাতালে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us