ভারতীয় ব্যাটারদের খোঁচা মেরে ট্রলের শিকার ওয়াকার

আজকের পত্রিকা প্রকাশিত: ২১ আগস্ট ২০২২, ১৮:৩৫

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই রুদ্ধশ্বাস উত্তেজনার লড়াই। মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরে কথার লড়াই চলে বেশি। সমর্থকেরা সুযোগ পেলেই দুই দলের শক্তি ও দুর্বলতা নিয়ে একে অপরকে খোঁচা মারেন। বাদ যান না ‘জেন্টেলম্যান’ খেলার সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও। ভারতের টপ অর্ডার ব্যাটারদের খোঁচা মেরেছেন সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনুস। এ জন্য পাকিস্তানের সাবেক কোচ সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকারও হচ্ছেন। 



হাঁটুর চোটের কারণে পাকিস্তানের এশিয়া কাপের দল থেকে ছিটকে পড়েছেন শাহিন শাহ আফ্রিদি। আশঙ্কা করা হচ্ছে, এশিয়া কাপের টুর্নামেন্টের পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও তাঁকে পাওয়া যাবে না। সে যাই হোক, এশিয়া কাপের দলে শাহিনকে না পাওয়া নিয়ে ওয়াকার খোঁচা মেরেছেন ভারতীয় ব্যাটারদের। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘শাহিনের চোট ভারতের টপ অর্ডার ব্যাটারদের জন্য বড় স্বস্তির খবর। এশিয়া কাপে তাকে পাব না বলে দুঃখ হচ্ছে। দ্রুত সুস্থ হয়ে ওঠো, চ্যাম্পিয়ন!’ 



ইট মারলে পাটকেল খেতে হয়—এটার অর্থ সামাজিক যোগাযোগমাধ্যমে হাড়ে হাড়ে টের পাচ্ছেন ওয়াকার। ভারতীয় সমর্থকেরা তাঁর এমন পোস্টে ভীষণ ক্ষুব্ধ হয়েছেন। পাকিস্তান কিংবদন্তির দেখানো পথেই সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে ট্রল শুরু করেছেন। সমর্থকদের সঙ্গে ট্রলে যুক্ত হয়েছে আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসও। 



গুজরাট টাইটানস তাদের পোস্টে লিখেছে, ‘যদি একজন খেলোয়াড়ের অনুপস্থিতি একটি দলকে অসম্পূর্ণ করে তোলে, তবে সেই দলটি একটি রসিকতা। আমাদের খেলোয়াড়েরা যখন চোটে পড়ে এবং ম্যাচ মিস করে, তখন আমরা অভিযোগ করি না। কারণ জানি আমাদের অন্যান্য খেলোয়াড় আছে, যারা পারফর্ম করার জন্য অপেক্ষা করছে। তাই র‌্যাঙ্কিং ও ট্রফি জেতার ক্ষেত্রেও আমরা সব সময় পাকিস্তানের ওপরে থাকি।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us