আফ্রিদি না থাকায় বেঁচে গেল ভারত, মনে করেন ওয়াকার

কালের কণ্ঠ প্রকাশিত: ২১ আগস্ট ২০২২, ১৩:১০

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের টপ অর্ডার গুড়িয়ে দিয়েছিলেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। এবারের এশিয়া কাপেও দুই দল মুখোমুখি হবে, সেই সংযুক্ত আরব আমিরাতেই। তবে এবার পাকিস্তানের জার্সিতে দেখা যাবে না শাহিন আফ্রিদিকে। ইনজুরির কারণে এবারের এশিয়া কাপে খেলা হচ্ছে না তার।


আফ্রিদি ছিটকে যাওয়ায় ভারতকে খোঁচা মেরেছেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনিস।


শনিবার রাতে নিজের ভেরিফাইড টুইটার অ্যাকউন্টে শাহিন আফ্রিদির একটি ছবি পোস্ট করেন ওয়াকার। ক্যাপশনে লিখেন, ‘শাহিনের চোট ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য বড় স্বস্তি। এশিয়া কাপে তাকে দেখতে পাব না বলে খারাপ লাগছে। দ্রুত সুস্থ হয়ে ওঠো, চ্যাম্পিয়ন। ’


গত বিশ্বকাপের সেই ম্যাচে শাহিন ভারতের তিনজনকে সাজঘরে ফিরেয়েছিলেন। তারা হলেন- রোহিত শর্মা, লোকেশ রাহুল ও বিরাট কোহলি। আফ্রিদি হয়েছিলেন ম্যাচসেরাও। ম্যাচটি ভারত হেরেছিল ১০ উইকেটের বিশাল ব্যবধানে। এবার শাহিন দলে না থাকায় ভারতকে নিয়ে মজা করতে ছাড়েননি ওয়াকার।


এদিকে, শনিবার এশিয়া কাপের দল থেকে ছিটকে যাওয়ার পর টুইটারে পাকিস্তান দলের একটি গ্রুপ ছবি আপলোড করেন শাহিন। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের দলে যে ১১ জন খেলেন, তারা সবাই ম্যাচ উইনার। আসন্ন এশিয়া কাপে আমাদের দলের জন্য শুভকামনা। সমর্থকদের উদ্দেশ্যে বলব, আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। ইনশাআল্লাহ দ্রুতই ফিরব আমি। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us