৫ বিদেশি প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে রাশিয়া

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ আগস্ট ২০২২, ১২:৪১

অনলাইন কনটেন্ট বিষয়ক আইন ভাঙ্গার অভিযোগ তুলে পাঁচটি বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রাশিয়ার নিয়ন্ত্রক সংস্থা ‘রসকমনাদজর।


শাস্তি হিসেবে সার্চ ইঞ্জিনে ওই কোম্পানিগুলোর বিষয়ে সতর্কবার্তা ঝোলানোর বিষয়টিও রয়েছে সংস্থার বিবেচনায়।


রসকমনাদজর বলেছে, বাইটড্যান্সের টিকটক, মেসেজিং সেবা টেলিগ্রাম, জুম ভিডিও কমিউনিকেশনস, চ্যাটিং টুল ডিসকর্ড এবং পিন্টারেস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা।


নিয়ন্ত্রক সংস্থাটি এক বিবৃতিতে আরও জানিয়েছে যে তাদের বিবেচনায় যেসব কনটেন্ট ‘অবৈধ’, সেগুলো অনলাইন থেকে না সরানোর আগ পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে। তবে এই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেশটি কী ধরনের ব্যবস্থা নেবে, সেটি নির্দিষ্ট করে বলেনি রসকমনাদজর।


এই প্রসঙ্গে রয়টার্স ওই সব প্রযুক্তি প্রতিষ্ঠানের মন্তব্য জানতে চাইলে তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো উত্তর মেলেনি।


এরইমধ্যে রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী সার্চ ইঞ্জিন ইয়ানডেস্কে অন্যান্য ওয়েবসাইটের জন্য সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে, যেখানে লেখা থাকে- 'রসকমনাদজর: ওয়েবসাইটটি রাশিয়ার আইন ভঙ্গ করছে'।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us