নায়িকা যখন গায়িকা

প্রথম আলো প্রকাশিত: ২১ আগস্ট ২০২২, ১০:১৯

অভিনয় নয়, গানই তাঁর প্রথম প্রেম। গত ২৯ জুলাই মুক্তি পাওয়া ‘এক ভিলেন রিটার্নস’ ছবিতে অভিনয়ের সঙ্গে গান গেয়েও মাতিয়েছেন বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। এই ছবির মাধ্যমে বলিউডে তাঁর সংগীত সফর শুরু হলো। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন নিজের সংগীতজীবন নিয়ে। ছোটবেলা থেকেই নাচ-গানে ডুবে থাকতে ভালোবাসেন তারা। গানবাজনার তালিম নিয়েছেন। মূলত গানের দক্ষতার সুবাদেই তাঁর ঝুলিতে এসেছে ‘এক ভিলেন রিটার্নস’ ছবিটি। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তারা বলেন, ‘মোহিত স্যার (ছবির পরিচালক মোহিত সুরি) এমন এক নায়িকার সন্ধানে ছিলেন, যিনি গানও জানেন। তাই আমাকে আরবি চরিত্রের জন্য নির্বাচন করেছিলেন। তিনি চেয়েছিলেন, আমিই ছবির সব গান গাই। এ ছবির মাধ্যমে গায়িকা হিসেবে আমার বলিউডে অভিষেক হলো।’


ভারতীয় ধ্রুপদি সংগীত থেকে পাশ্চাত্য সংগীতের প্রতি সমান অনুরাগ তারার। পুরোনো দিনের হিন্দি ছবির গান শুনতেও ভালোবাসেন। নিজের সংগীতজীবন নিয়ে তারা বলেছেন, ‘পাশ্চাত্য সংগীত ও সেমি ক্ল্যাসিক্যাল গানের তালিম নিয়েছি। হিন্দিতে গাওয়া আমার জন্য নতুন অভিজ্ঞতা ছিল। সত্যি বলতে, এটা আমার জন্য একটু কঠিনই ছিল। তবে সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। পঞ্চাশ, ষাট ও সত্তর দশকের গান শুনতে খুব ভালোবাসি। ওই সময়কার গানের কথা, সুর ভীষণ প্রিয়।’


গানের দুনিয়ায় পথচলা তো শুরু হলো। গায়িকা হয়ে নিজেকে কত নম্বর দিতে চান? আত্মবিশ্বাসী তারা বললেন, ‘সত্যি বলতে, জাজ, পপ, সেমি ক্ল্যাসিক্যালের গানের জন্য আমি নিজেকে ১০-এ ৯ দিতেই পারি। তবে মঞ্চে উঠে হিন্দি গান গাইতে হলে বেশ ভয় করবে।’


সাক্ষাৎকার এই গায়িকা ও অভিনেত্রী আরও জানান সংগীত তাঁর জীবনের সঙ্গে কতটা জড়িয়ে আছে। তারা বলেন, ‘মিউজিকই আমাকে নিজের সঙ্গে যুক্ত করেছে। নিজের ভালো-মন্দ, সব অনুভূতি সংগীতের মাধ্যমেই অনুভব করি। মন খারাপের সঙ্গী গান। কোনোকালেই আমার খুব একটা বন্ধু ছিল না। সংগীতই সবচেয়ে কাছের বন্ধু। এর মাধ্যমেই আমি নিজের সব লজ্জা, ভয় জয় করেছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us