রাশিয়ার কৃষ্ণসাগর বহরের সদর দপ্তরে ফের হামলার চেষ্টা, ড্রোন ভূপাতিত

সমকাল প্রকাশিত: ২০ আগস্ট ২০২২, ১৭:২৩

ক্রিমিয়ায় রাশিয়ার কৃষ্ণসাগর বহরের সদর দপ্তরে হামলার চেষ্টার সময় একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।


শনিবার এ ড্রোন ভূপাতিত করা হয়। সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আলজাজিরা ও তাসের।


রাজভোজায়েভ টেলিগ্রামে লেখেন, সেভাস্তোপোলে বহরের সদর দপ্তরের ভবনের উপরে এটি ভূপাতিত করা হয়। 


এ হামলাচেষ্টার জন্য তিনি ইউক্রেনকে দায়ী করেন।


তিনি বলেন, ড্রোনটি ভবনের ছাদে পড়েছে এবং এতে আগুন ধরে যায়।


এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা কেউ আহত হয়নি।


এক মাসেরও কম সময়ের মধ্যে কৃষ্ণসাগরের বহরের সদর দপ্তরে এটি ছিল দ্বিতীয় হামলার চেষ্টা।


এর আগে ৩১ জুলাই বহরের সদর দপ্তরের প্রাঙ্গণে ড্রোন হামলায় পাঁচজন আহত হয়েছিলেন। যার কারণে বহরের দিবস উদযাপন কর্মসূচি বাতিল করতে হয়।


এটি ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক অবস্থানে সাম্প্রতিকতম হামলা। ক্রিমিয়া কৃষ্ণসাগরের একটি উপদ্বীপ, যা ২০১৪ সালে ইউক্রেনের দখল করে নেয় রাশিয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us