সাতক্ষীরার শ্যামনগরের পোলট্রি ব্যবসায়ী মিজানুর রহমান। তাঁর ছোট চার শেডের খামারে প্রতি চালানে এক হাজারের মতো ব্রয়লার মুরগি ওঠাতেন। মাসখানেক আগে সর্বশেষ চালানের মুরগি বিক্রির পরে তিনি এখন আর নতুন বাচ্চা ওঠানোর সাহস পাচ্ছেন না। ক্রমাগত মুরগির খাবারের মূল্যবৃদ্ধি তাঁকে চিন্তায় ফেলেছে।
মিজানুর রহমানের মতো দেশে অনেক ক্ষুদ্র খামারির অবস্থা একই। কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে বেড়েছে পোলট্রি পণ্যের উৎপাদন খরচ। এতে যথেষ্ট বাড়তি দামে কিনতে হচ্ছে ডিম ও ব্রয়লার মুরগির মতো নিত্যপণ্য। বাজারে অন্যান্য মুরগির দামও বাড়তি। এতে ক্রেতারা পোলট্রি পণ্য কিনছেন কম। কাটতি কম হওয়ায় চাষিরা উৎপাদন কমাচ্ছেন। সংকুচিত হচ্ছে পোলট্রিশিল্পের বাজার।