গুম-বিচারবহির্ভূত হত্যার দায় এড়ানোর সুযোগ নেই

প্রথম আলো আলী রীয়াজ প্রকাশিত: ২০ আগস্ট ২০২২, ১৪:১২

বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল, গোষ্ঠী ও সংগঠন ‘গুম’-এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে। অনলাইন পোর্টাল নেত্র নিউজের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে সবাই দাবি তুলছেন, ‘আয়নাঘর’ বলে যে গোপন অবৈধ কারাগার রয়েছে, সে বিষয়ে তদন্ত করা হোক। অভিযোগ আছে, এই কথিত কারাগারে তাঁদেরই আটকে রাখা হয়, যাঁদের সরকারি বাহিনী ‘গুম’ করে ফেলেছে। এই কারাগারে আটক অনেকেই পরে বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। বাংলাদেশে সরকারি বাহিনী কর্তৃক গুম নিয়ে এক দশকের বেশি সময় ধরেই অভিযোগ করে আসছে জাতীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। কিন্তু সরকার বরাবরই তা অস্বীকার করে এসেছে। নেত্র নিউজের প্রতিবেদনে এ ধরনের একটি নিপীড়নকেন্দ্রের বিস্তারিত দেখানো হয়েছে।


২০১২-১৩ সাল থেকেই গুম ও বিচারবহির্ভূত হত্যার বিষয়ে গবেষণা এবং লেখালেখি করার সূত্রে এই প্রপঞ্চের ব্যাপারে সবার সম্মিলিত সোচ্চার প্রতিবাদের তাগিদ দিয়ে এসেছি। দেশের স্বার্থেই এ ধরনের পরিস্থিতির বিরুদ্ধে সবার সোচ্চার হওয়া দরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us