দেশে ই-কমার্স করতে হলে উদ্যোক্তাদের ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন (ডিবিআইডি) নিতে হবে। যাঁরা ফেসবুক ব্যবহার করে ব্যবসা করবেন, তাঁদেরও এই নিবন্ধন লাগবে। এতে একদিকে গ্রাহকেরা প্রতারিত হলে প্রতিকার পাবেন, অনলাইন ব্যবসায় স্বচ্ছতাও আসবে। নিবন্ধনপ্রক্রিয়া সহজ করতে সরকার ১৩ আগস্ট ওয়েবসাইট চালু করেছে।
ই-কমার্স প্রতিষ্ঠান নিবন্ধনের প্রক্রিয়া গত ৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। কিন্তু কোনো ওয়েবসাইট না থাকায় নিবন্ধন প্রক্রিয়ায় জটিলতা ছিল। গত ১৩ আগস্ট থেকে নতুন সফটওয়্যারের মাধ্যমে উদ্যোক্তাদের নিবন্ধন কার্যক্রম শুরু করে। এখন যেকোনো ই-কমার্স ব্যবসায়ী www.dbid.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে বিনা মূল্যে নিবন্ধন করতে পারবেন।
ডিবিআইডি সফটওয়্যারটির তদারকি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও আইসিটি বিভাগের বাস্তবায়নাধীন অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্প। এটুআইয়ের জাতীয় পরামর্শক আবদুল মুত্তালিব হোসেন প্রথম আলোকে বলেন, আবেদন ও অনুমোদন—দুটি প্রক্রিয়াই যতটা সম্ভব সহজ রাখা হয়েছে। এর মাধ্যমে ডিজিটাল ব্যবসাকে একটি কাঠামোর মধ্যে আনা সহজ হবে।