ওয়েব ব্রাউজারে কাজের সুবিধার্থে অনেক ধরনের এক্সটেনশন ব্যবহার করা হয়ে থাকে। তবে এসব এক্সটেনশনের আড়ালে বিভিন্ন ধরনের সাইবার হামলার বিষয় জড়িত থাকে। ২০২২ সালের প্রথমার্ধে বিশ্বের প্রায় ১৩ লাখ ব্যবহারকারী এক্সটেনশন ব্যবহারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি সাইবার নিরাপত্তা গবেষকরা এ কথা জানিয়েছেন। খবর আইএএনএস।
২০২১ সালে যে পরিমাণ ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছিল চলতি বছর তার পরিমাণ প্রায় ৭০ শতাংশ বেশি। রাশিয়ার বহুজাতিক সাইবার নিরাপত্তা ও অ্যান্টিভাইরাস সরবরাহকারী প্রতিষ্ঠান ক্যাসপারস্কির গবেষকরা সাধারণ এক্সটেনশনের আড়ালে থাকা বিভিন্ন হুমকি এবং সাইবার অপরাধীদের আক্রমণের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
বর্তমানে প্রচলিত বিভিন্ন এক্সটেনশনের মধ্যে গুগল ট্রান্সলেটর, পিডিএফ কনভার্টার অথবা যেকোনো ভিডিও ডাউনলোডার এক্সটেনশন যেকোনো ব্যবহারকারীর কম্পিউটারে বিজ্ঞাপন প্রবেশ করিয়ে দিতে পারে। কিংবা ব্যবহারকারীর ব্রাউজিং হিস্ট্রি থেকে তথ্য সংগ্রহ করতে পারে। এমনকি লগইন ক্রেডেনশিয়ালও হাতিয়ে নিতে সক্ষম।