২০২০ সালে ভারত সফর করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে মাত্র ৩৬ ঘণ্টা অবস্থান করেন তিনি। এসময়ে তার পেছনে প্রায় ৩৮ লাখ রুপি খরচ ভারতীয় সরকার। মার্কিন প্রেসিডেন্টের সেই সফরের দুই বছর পর কেন্দ্রীয় তথ্য কমিশনকে এ হিসাব দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মিশাল ভাথেনা নামে এক ব্যক্তির একটি আরটিআইয়ের (রাইট টু ইনফরমেশন অ্যাক্ট) জবাবে অবশেষে এ তথ্য দেয়া হলো। ওই বছরের ২৪ ও ২৫ ফেব্রুয়ারি আহমেদাবাদ, আগ্রা ও দিল্লি সফর করেন ট্রাম্প। সেসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা, জামাতা জ্যারেড কুশনার ও শীর্ষ কর্মকর্তারা। ২৪ ফেব্রুয়ারি মাত্র ৩ ঘণ্টা আহমেদাবাদে ছিলেন ট্রাম্প। সেখানে ২২ কিলোমিটার দীর্ঘ একটি রোড শো’তে যোগ দেন তিনি। সাবরমতী আশ্রমে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান মার্কিন প্রেসিডেন্ট।