হাসিব সাহেবের ‘সংসার-শিক্ষা’

প্রথম আলো প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২, ১৯:৩৮

সংসার সামলানোর দায়িত্ব যে মা ও বাবা দুজনেরই, সে কথা অনেক বাবাই ভুলে যান। এই যেমন বলা যায় হাসিব সাহেবের কথা। তাঁর কাছে অফিসই সব। সন্তানকে সময় দেওয়া বলে কোনো কিছু অন্তত হাসিবের অভিধানে নেই। হাসিব হলেন সেই ধরনের মানুষ, যাঁরা অফিসের কাজ ছাড়া বাকি সবকিছুকেই সময় নষ্ট বলে মনে করেন। সংসার সামলানো তাঁর কাছে আহামরি কোনো বিষয় নয়।


এই হাসিব ঘটনাচক্রে একদিন হাজির হলেন অফিস সহকর্মীর বাসায়। মূল উদ্দেশ্য গুরুত্বপূর্ণ একটি ফাইলের সন্ধান করা। কিন্তু সেখানে এমন কিছু ঘটল, যা সংসার নিয়ে হাসিবের জীবনদর্শনই বদলে দিল। তিনি বুঝতে পারলেন সংসার সামলানো ঠিক কতটা কঠিন। হাসিবের এই ‘সংসার–শিক্ষা’র পেছনে আছে একদল বাচ্চাকাচ্চা। যারা হাসিবকে বুঝিয়ে দেয় সংসার সামলানো কতটা কঠিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us