কাতার বিশ্বকাপে দর্শক আগ্রহের শীর্ষে ব্রাজিলের দুই ম্যাচ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২, ১৭:৫৬

বিশ্বকাপের আর মাত্র ৩ মাস বাকি। কাতারে চলছে বিশ্বকাপ আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি, আর বিশ্বকাপের টিকিট বিক্রির কার্যক্রমও অনেক দূর এগিয়ে নিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক এই সংস্থা সম্প্রতি জানিয়েছে, আসন্ন বিশ্বকাপের জন্য প্রায় সাড়ে ২৪ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে, তাদের হাতে আছে আর ৫ লাখ টিকিট। আর টিকিট বিক্রির সবশেষ পর্বে দর্শক আগ্রহের শীর্ষে রয়েছে ব্রাজিলের গ্রুপ পর্বের দুই ম্যাচ।


বৃহস্পতিবার ফিফা আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে জানিয়েছে, গত ৫ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত বিশ্বকাপের টিকিট বিক্রির সবশেষ উইন্ডোতে ৫ লাখ ২০ হাজার ৫৩২টি টিকিট বিক্রি করেছে তারা। সবমিলিয়ে কাতার বিশ্বকাপের জন্য বরাদ্দকৃত প্রায় ৩০ লাখ ১০ হাজার টিকিটের মধ্যে ২৪ লাখ ৫০ হাজারের বেশি টিকিট এরই মাঝে বিক্রি হয়ে গেছে বলে নিশ্চিত করেছে ফিফা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us