আফ্রিকার সর্বোচ্চ পর্বতে পৌঁছাল ব্রডব্যান্ড ইন্টারনেট

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২, ১৫:২৩

দ্রুত গতির ইন্টারনেট সংযোগ পাচ্ছে আফ্রিকার সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারো। পর্বতারোহীদের যোগাযোগের সুবিধার্থে ইতোমধ্যে পর্বতের একাংশ পর্যন্ত ইন্টারনেট চালু হয়েছে এবং এ বছর শেষ হওয়ার আগেই চূড়াতেও ব্রডব্যান্ড সংযোগ পৌঁছে যাবে বলে জানিয়েছে তানজানিয়া সরকার।


তানজানিয়া টেলিকমিউনিকেশন কর্পোরেশন মঙ্গলবারেই পর্বতের তিন হাজার ৭২০ মিটার উচ্চতায় ব্রডব্যান্ড সংযোগ চালু করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান। একে একটি ‘ঐতিহাসিক’ ঘটনা হিসেবে বর্ণনা করেছেন তানজানিয়ার তথ্যমন্ত্রী নাপে নাউইয়ে।


পর্বতারোহীরা যেন টুইট করে, ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে নিজেদের পর্বাতারোহনের অভিজ্ঞতা তাৎক্ষণিকভাবে শেয়ার করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেই সেবা দিতেই তানজানিয়া সরকার পর্বতে ব্রডব্যান্ড সংযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে গার্ডিয়ান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us