যারা সিনেরমা করে না একে অপরের সমালোচনা দিয়ে আলোচনায় তাদের সিনেমাপাড়া থেকে বের করে দেওয়া উচিত বলে মনে করেন অভিনেতা সিদ্দিক। সম্প্রতি নিজের ফেসবুকে হ্যান্ডেলে আলোচিত এই অভিনেতা এ অভিমত প্রকাশ করেন। সিদ্দিক বলেন, নেই কোনও সম্মান,শ্রদ্ধাবোধ, ক্যামেরার সামনে পেলেই শুধু আছে সমালোচনা,বদনাম, আর অভিযোগ।
এদেরকে সিনেমাপাড়া থেকে বের করে দেয়া উচিত। সিনেমার সঙ্গে নিজের শৈশবকে মেলে ধরে সিদ্দিক বলেন, সিনেমা শব্দটি শোনার সাথে সাথে ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। ঈদের দিন সকাল বেলা ঘুম থেকে উঠার পর গোসল করে নতুন কাপড় চোপড় পরে চলে যেতাম সিনেমা হলে শুভ মুক্তি সিনেমা দেখতে। সারাদিনে ৩ হলে তিনটা সিনেমা দেখতাম। কি যে আনন্দ যে কি ছিল সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না।