বিকল্প মুদ্রায় বহির্বাণিজ্যে যা করেছে রাশিয়া

প্রথম আলো প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২, ১৫:১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যবস্থার অনেক হিসাব-নিকাশই পাল্টে গেছে। রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর আর্থিক নিষেধাজ্ঞার কারণে নানা ধরনের বিকল্প নিয়ে এখন আলোচনা চলছে। এর মধ্যে বড় খবর হলো, ভারত তার ‘শত্রুদেশ’ চীনের মুদ্রা ইউয়ানে রাশিয়ার কাছ থেকে কয়লা কিনছে। রাশিয়াও বন্ধুপ্রতিম দেশগুলোর মুদ্রায় রিজার্ভ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। তারা এখন চীনা ইউয়ান, ভারতীয় রুপি ও তুর্কি লিরা কিনছে। লক্ষ্য, এই দেশগুলোর সঙ্গে নিজস্ব মুদ্রাবিনিময়ের মাধ্যমে বাণিজ্য করা।


বিশ্বজুড়ে আবারও মন্দার পদধ্বনি শোনা যাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বাস্তবতায় নিরাপদ মুদ্রা হিসেবে মার্কিন ডলারের কদর বাড়ছে। ফলে উন্নয়নশীলসহ প্রায় সব দেশেই ডলারের বিনিময় মূল্য বাড়ছে। এই পরিস্থিতিতে ডলারকে পাশ কাটিয়ে অন্য মুদ্রায় বাংলাদেশ বাণিজ্য করতে পারে কি না, তা নিয়েও জোর আলোচনা চলছে।


পশ্চিমাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত রাশিয়ার কাছ থেকে কম দামে জ্বালানি তেল কিনছে। এই পরিস্থিতিতে বাংলাদেশও বিকল্প ব্যবস্থায় রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কেনার চিন্তাভাবনা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই তেলের দাম বাংলাদেশ কীভাবে পরিশোধ করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us