নারী নেতৃত্বে খালেদা জিয়ার নির্দেশনার বাস্তবায়ন নেই

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২, ২১:৩৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতির মাঠে সক্রিয় হয়ে উঠছে বাম ও ডানপন্থি দলগুলো। সবচেয়ে বেশি সক্রিয় ‘মাঠের প্রধান বিরোধী দল’ বিএনপি। তবে দলটির কেন্দ্রীয় কমিটির নারী সদস্যদের সেভাবে সক্রিয় ভূমিকা রাখতে দেখা যাচ্ছে না। নারী নেতাকর্মীদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া অধিকাংশই রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। যদিও দলটির নেতারা বলছেন, নারীদের রাজনীতির পাশাপাশি ঘরও সামলাতে হচ্ছে। ফলে ইচ্ছা থাকলেও সবসময় তারা রাজনীতির মাঠে সক্রিয় থাকতে পারছেন না।


বিএনপির কেন্দ্রীয় ও মাঠ অনেক নেত্রীর বক্তব্য, নানা কারণে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন তারা। প্রধান কারণ, দলে অভিজ্ঞ নেত্রীদের অবমূল্যায়ন। দীর্ঘদিন যারা রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন, বিএনপিতে আজ তাদের মূল্যায়ন করা হচ্ছে না। অন্যদিকে, যারা নতুন তাদের মূল্যায়ন করা হচ্ছে। দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ পদ। শুধু তা-ই নয়, সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য করা হচ্ছে অপেক্ষাকৃত নতুনদের। যেখানে অভিজ্ঞদের মূল্যায়ন করা হচ্ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us