করোনায় মৃত্যু একজনের, শনাক্ত ১৭০

প্রথম আলো প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২, ২০:২৯

পরপর দুই দিন মৃত্যুশূন্য থাকার পর করোনায় আবার মৃত্যু হলো। দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১৭০ জনের।


আগের দিন করোনায় কারও মৃত্যু হয়নি। আর রোগী শনাক্ত হয়েছিল ২১২ জন।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৫২। আগের দিন এ হার ছিল ৪ দশমিক ৫৪।


এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৯ হাজার ৬০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৮৩৮ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৩১৫ জন।


বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনার সংক্রমণের চিত্র কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি করোনার অমিক্রন ধরনের দাপট চলে। এরপর সংক্রমণ কমতে থাকে। জুন মাস থেকে করোনার সংক্রমণ আবার বাড়তে থাকে। পরে ধীরে ধীরে তা কমে এসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us