ব্যবসায়ীদের নির্দয়তা: কঠোর শাসন চাই

আজকের পত্রিকা মামুনুর রশীদ প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২, ১০:১১

আমার এক বন্ধু ঈদের পর ৬০০ টাকার ট্রেনের টিকিট যখন ২ হাজার ৪০০ টাকায় কিনতে ব্যর্থ হলো, তখন রেগেমেগে আমাকে ফোন করেছে। উত্তেজিতভাবে সে একাই বলতে শুরু করল এত রক্তক্ষয়, এত আত্মত্যাগের বিনিময়ে একটা দেশ স্বাধীন হলো আর কিছু লোক এই দেশটাকে, দেশের মাটিটাকে পুঁজি করে কোটি কোটি টাকার পাহাড় গড়ল, দেশ থেকে বিদেশে চলে গেল আর দেশে যারা আছে আমরাও টিকিট কালোবাজারি, ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে রয়েছি। আমি এ-ও জানি, তোমাদের কিছু করার নেই। বেচারা আমার কোনো কথাই শুনছে না। কারণ, তার অসুস্থ মাকে নিয়ে ঢাকায় চিকিৎসার জন্য আসতে হবে।


টেলিফোনটা রেখে আমি অনেকক্ষণ ভাবলাম। যদিও আমার ভাবনা অর্থহীন। কারণ, আমি নিজেও এক হালি ডিম ৬০ টাকা করে কিনছি। কয়েক দিন আগেই ডিমের দাম যেখানে ছিল ৩০-৩২ টাকা। একলাফে ৪০ থেকে ৪৫ হয়ে গেল এবং তারপরে আরেক লাফে এখন ৬০ টাকায় এসে ঠেকেছে। যুক্তি একটাই—জ্বালানি তেলের দাম বেড়েছে। চালের দাম বেড়েছে, সে-ও একই যুক্তি। কিন্তু হিসাব করে দেখা গেল প্রতি কেজিতে পরিবহন খরচ ১০ পয়সা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us