চীনের শিনজিয়াং অঞ্চলে বিভিন্ন ক্যাম্পে বন্দি উইঘুর মুসলমানদের বড় অংশ। তাদের ওপর কাঠামোগত নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ মানবাধিকার সংগঠনগুলোর। সন্তানের মঙ্গল কামনায় তাদের তুরস্কে পাঠাতে বাধ্য হচ্ছেন উইঘুররা। সেখানে নিজস্ব সংস্কৃতি, ভাষা, ইতিহাস নিয়ে পড়াশোনা করছে মা-বাবার সান্নিধ্য থেকে বঞ্চিত এই শিশুরা। লিখেছেন তৃষা বড়ুয়া
দেশে ফেরার আশা
আব্দুল্লাহ আব্দুজায়ির। বয়স ১৪। থাকে তুরস্কের ইস্তাম্বুল শহরে। সেখানে এক স্কুলে পড়াশোনা করে সে। প্রায় সাত বছর সে তার মা-বাবাকে দেখেনি। কারণ তারা তার সঙ্গে থাকেন না। তুরস্ক থেকে অনেক দূরে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলে বন্দি আব্দুল্লাহর মা-বাবা। তাদের অপরাধ, তারা দেশটির সংখ্যালঘু মুসলমান উইঘুর সম্প্রদায়ের মানুষ। আব্দুল্লাহ ইস্তাম্বুলে যে স্কুলের শিক্ষার্থী, সেটিতে তার মতোই উইঘুর সম্প্রদায়ের দেড়শোর বেশি ছেলেমেয়ে পড়াশোনা করে। এজন্য স্থানীয়রা এই স্কুলের নাম দিয়েছে উইঘুর স্কুল। আব্দুল্লাহ বলে, ‘আমি শুনেছি আমার বাবা জেলে আর মা ক্যাম্পে বন্দিজীবন কাটাচ্ছেন। ২০১৫ সালের পর তাদের সঙ্গে আমার আর যোগাযোগ হয়নি। মা-বাবা আমার সঙ্গে এখানে থাকলে খুব ভালো হতো। তাদের অনেক মিস করি।’