পটুয়াখালী থেকে ১৫ বছর আগে জীবিকার সন্ধানে ঢাকায় আসেন কামাল হোসেন কমল। ঢাকায় এসে শুরু করেন রিকশা চালানো। ভালোই চলছিল। হঠাৎ এক দিন চুরি হয়ে যায় রিকশাটি।
কমলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। হন্যে হয়ে খোঁজা শুরু করেন সেই রিকশা। আর তখনই পাল্টে যায় জীবনের গতিপথ। খুঁজতে খুঁজতে দেখা মেলে চোরচক্রের। এক পর্যায়ে জড়িয়ে পড়েন সেই চোরচক্রের সঙ্গে। এরপর রিকশা চুরিকে নিজের পেশা বানিয়ে নেন। ধীরে ধীরে কমল হয়ে ওঠেন রিকশা চোর চক্রের হোতা।
গতকাল কমলসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। চক্রের অন্য সদস্যরা হলেন মো. সাজু, মো. ফজলু ও শাহীন সরদার। এ সময় তাঁদের কাছ থেকে ব্যাটারিচালিত ২৩টি অটোরিকশা, অটোরিকশার ১৮টি চার্জার ব্যাটারি, চারটি মোবাইল ফোন এবং চারটি মাস্টার চাবি উদ্ধার করা হয়।