জন্মদিনের উপহার কিনতে গিয়ে গাড়ি চাপায় ৩ বন্ধুর মৃত্যু

আজকের পত্রিকা প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২, ২২:৪০

কুমিল্লার চৌদ্দগ্রামে বন্ধুর জন্ম দিনের উপহার কিনে ফেরার পথে অজ্ঞাত গাড়ি চাপায় তিন বন্ধুর মৃত্যু হয়েছে। আজ বুধবার রাত ৯টার দিকে চট্টগ্রাম মহাসড়কের মহাসড়কের নালঘর রাস্তারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুরুল হক আকন্দ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 



এ দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া উত্তর পাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে লিমন (২০), একই ইউনিয়নের বদরপুর গ্রামের আবদুল গফুরের ছেলে আবদুর রাজ্জাকা (২০) এবং উত্তর ছুফুয়া গ্রামের ডাক্তার মাসুদের ছেলে রাজ্জাক (২০)। তাঁরা তিনজন ছুফুয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র। 



স্থানীয়দের বরাত দিয়ে ওসি একেএম মনজুরুল হক আকন্দ জানান, তাঁরা তিনজন বন্ধুর জন্মদিনের উপহার কেনার জন্য অটোরিকশা যোগে মিয়া বাজার যাচ্ছিলেন। এ সময় নালঘর রাস্তার মাথা এলাকায় অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর অটোরিকশা চালক পালাতক রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us