কেরানীগঞ্জে হাতবোমা ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি, মালিককে গুলি

প্রথম আলো প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২, ২২:৩৪

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় দিনদুপুরে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে প্রায় ১১ কেজি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দৃর্বৃত্তরা। বুধবার বেলা পৌনে দুইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রসুলপুর বাজারের নাসিরুদ্দিন সুপারমার্কেটের নিউ আল-আমিন জুয়েলার্সে এ ঘটনা ঘটে।


এ ঘটনায় পায়ে গুলিবিদ্ধ হয়েছেন ওই জুয়েলার্সের মালিক রামধন চন্দ্র মণ্ডল ওরফে স্বপন (৫০)। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।


কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বেলা পৌনে দুইটার দিকে দুটি মোটরসাইকেলে হেলমেট পরা ছয় দুর্বৃত্ত প্রথমে নিউ আল–আমিন জুয়েলার্সের পাশে ককটেল ফাটিয়ে এলাকায় ভীতি তৈরি করে। একপর্যায়ে ওই ছয়জনের মধ্যে চারজন দোকানে প্রবেশ করে। দোকানে ঢুকেই তারা জুয়েলার্সের মালিক স্বপন মন্ডলের ডান পায়ে দুটি গুলি করে। এরপর দোকান থেকে প্রায় ১ কেজি ওজনের ৪টি সোনার বারসহ ১১ কেজি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। লুটপাট শেষে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে ঢাকা-মাওয়া মহাসড়কের ইকুরিয়ার দিকে পালিয়ে যায়।


প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা আরও জানান, হাতবোমার বিস্ফোরণে ওই এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। সে কারণে কিছু দেখা যায়নি। অস্ত্রের ভয়ে দুর্বৃত্তদের প্রতিরোধ করতেও কেউ সাহস পাননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us