ধুনটে সার না পেয়ে কৃষকদের সড়ক অবরোধ

প্রথম আলো প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২, ২০:৪১

বগুড়ার ধুনট উপজেলায় চাহিদা অনুযায়ী সার না পেয়ে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ কৃষকেরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ধুনট-বগুড়া বাইপাস সড়ক অবরোধ করে তাঁরা বিক্ষোভ করেন।


বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ধুনট ইউনিয়নের ডিলার বাইপাস সড়কের খাদ্যগুদাম এলাকার ‘মেসার্স এশিয়া এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠান। কিন্তু কৃষকেরা চাহিদা অনুযায়ী সার পাচ্ছিলেন না। এ জন্য সকালে ওই প্রতিষ্ঠানের সামনে বাইপাস সড়ক অবরোধ করেন তাঁরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।


খবর পেয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশের উপস্থিতিতে ডিলার শামিম সরকার কৃষকদের মধ্যে সার বিক্রি শুরু করেন।


কৃষকদের অভিযোগ, তাঁরা সকালে সার নিতে এসে জানতে পারেন, চাহিদা অনুযায়ী সার দেওয়া হবে না। ৫ থেকে ১০ কেজি করে ইউরিয়া সার দেওয়া হবে। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us