আবারও ইডির (ED) জালে জড়াল বলিউডের তারকা অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের নাম। সুকেশ চন্দ্রশেখরের অর্থ দুর্নীতির মামলায় এখন পর্যন্ত সন্দেহভাজনের তালিকায় ছিলেন এই অভিনেত্রী। তবে এবার একেবারে সরাসরি ইডির চার্জশিটে অভিযুক্ত হিসেবে যুক্ত হল তাঁর নাম। ২১৫ কোটি টাকার আর্থিক দুর্নীতি মামলায় জড়িয়ে ‘লঙ্কা সুন্দরী’ এবার ভয়ঙ্কর আইনি বিপাকে পড়লেন।
সুকেশের বিরুদ্ধে চার্জশিট অনেক আগেই জমা হয়েছিল। এবার সেই অর্থ দুর্নীতির মামলায় ইডির চার্জশিটে এসে গেল জ্যাকলিনের নামও। অভিযোগ রয়েছে, সুকেশকে দুর্নীতিবাজ জেনেও তাঁর টাকায় বিভিন্ন সময়ে সুবিধা উপভোগ করেছেন এই বলিউড অভিনেত্রী। জেনেবুঝেই সুকেশ চন্দ্রশেখরের পাচারের টাকা আত্মসাৎ করেছেন জ্যাকলিন, এমনটাই অভিযোগ ইডির।