ব্যাংকার থেকে ফুড ফটোগ্রাফার

প্রথম আলো প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২, ১১:৫৬

২০১৩ সাল। আতিয়া আমজাদ তখন ব্যাংকার। সন্তানের আগমনী টের পেয়ে কর্মজীবন থেকে বিরতি নিলেন। বাসায় থাকার দিনগুলোতে রসুইঘরের সঙ্গে গড়ে ওঠে তাঁর সখ্য। তবে তখন পর্যন্ত রান্নাতেই ছিল তাঁর মনোযোগ, ‘দায়সারাভাবে পরিবেশন করতাম। এক নকশার কাপে চা ঢালতাম, আরেক নকশার পিরিচের ওপর সেটা বসিয়ে দিতাম। আমার স্বামী (কর্নেল কাজী শাকিল হোসেন) সব সময় সুন্দর করে খাবার পরিবেশন ভালোবাসেন। ধীরে ধীরে আমারও আগ্রহ তৈরি হলো।’


সুন্দর করে সাজিয়ে খেলেই শুধু হবে, ছবি তুলতে হবে না! ব্যাকরণ না জেনেই ছবি তোলা শুরু করেন আতিয়া। যেমনটা চাইতেন, সে রকম হতো না। কেন হচ্ছে না, পড়াশোনা করে বুঝতে পারেন আতিয়া, ‘মোবাইলে আর যা–ই হোক, ডিএসএলআরের মতো ছবি হয় না। এরপর ক্যাননের ৬০০ডি ক্যামেরা কিনে ছবি তোলা শুরু করলাম।’ এবার ছবি হলো মনমাফিক। ছবিগুলো পোস্ট করে প্রশংসাও পেলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us