আজকাল শিশুদের মধ্যে দুরন্তপনা, ছোটাছুটি দেখা যায় না। এর অন্যতম কারণ অধিক মাত্রায় প্রযুক্তির ব্যবহার। প্রযুক্তি এক অনন্য আশীর্বাদ হলেও এর বিরূপ প্রভাব পড়ছে শিশুদের ওপর। দিনের দীর্ঘ সময় মোবাইল, ট্যাব, কম্পিউটার ইত্যাদি প্রযুক্তি ব্যবহারের ফলে ঘটছে নানা রকম বিপত্তি।
শিশুদের প্রযুক্তি ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে মনোরোগ বিশেষজ্ঞ নাঈমা ইসলাম অন্তরা বলেন, 'বাচ্চাদের জন্য প্রযুক্তি ব্যবহার মারাত্মক ক্ষতিকর। বাচ্চারা দীর্ঘ সময় মোবাইল বা ট্যাব স্ট্ক্রিনে চোখ রাখলে হতে পারে মাথাব্যথা, চোখে কম দেখাসহ নানা রকম শারীরিক সমস্যা। শুধু তাই নয়, বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা আক্রান্ত হয় এডিএইচডির (হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার) মতো ব্যাধিতে। এডিএইচডি মূলত একটি মানসিক ব্যাধি। এই রোগে আক্রান্ত হলে বাচ্চাদের মনোযোগ নষ্ট হয়, বাচ্চারা সহজেই বিভ্রান্ত হয়ে পড়ে, যে কোনো বিষয় দ্রুতই ভুলে যায়। এ ছাড়া মেজাজ খিটখিটে, জেদ, অনিদ্রা, খাবারের প্রতি অনীহার মতো নানা রকম অসুবিধা দেখা দেয়।'