নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও দেশ পুনর্গঠনের ভবিষ্যত পরিকল্পনার ভিত্তিতে জাতীয় ঐকমত্য তৈরিতে কাজ করতে আগ্রহ দেখিয়েছে গণফোরাম একাংশ ও আমার বাংলাদেশ পার্টি। মঙ্গলবার (১৬ আগস্ট) রাজধানীর মতিঝিলে গণফোরামের অফিসে দুই দলের মধ্যে আলোচনা হয়। উভয় দলই আগামী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করছে।
গণফোরামের আমন্ত্রণে এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে এবি পার্টির প্রতিনিধি দল বিকাল ৪টায় গণফোরাম কার্যালয়ে পৌঁছান।