চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রথম দিনে ‘এ’ ইউনিটে ৫৪ হাজার ১০৭ শিক্ষার্থীর বিপরীতে উপস্থিত ছিলেন ৩৩ হাজার ১৪৯ জন। যা মোট শিক্ষার্থীর ৬১ দশমিক ২৬ শতাংশ। মোট অনুপস্থিত ছিলেন ২০ হাজার ৯৫৮ জন। যা মোট শিক্ষার্থীর ৩৮ দশমিক ৭৩ শতাংশ।
মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন ‘এ’ ইউনিটের কো-অর্ডিনেটর ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, সকালের শিফটে ২৭ হাজার ৫৩ শিক্ষার্থীর বিপরীতে ১৭ হাজার ৬৫০ জন ও বিকেলের শিফটে ২৭ হাজার ৫৪ শিক্ষার্থীর বিপরীতে ১৫ হাজার ৪৯৯ জন উপস্থিত ছিলেন। ইউনিট কো-অর্ডিনেটর আরও বলেন, পুলিশ বাহিনীসহ আমরা সবাই সতর্ক ছিলাম।