বলিউডি সিনেমায় ‘জয় বাংলা’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২, ১৬:৪৪

বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি ঘটনা নিয়ে নির্মিত বলিউড সিনেমা ‘পিপ্পার’ টিজার প্রকাশ পেয়েছে।


এক মিনিট ছয় সেকেন্ডের ওই টিজারে রণাঙ্গনে যুদ্ধ, ট্যাঙ্ক, আগুন ও গোলাবারুদের দৃশ্যপটের পাশাপাশি উঠে এসেছে বাংলাদেশের মুক্তি সংগ্রামের স্লোগান ‘জয় বাংলা’।


সোমবার মুক্তি পাওয়া টিজারের ৪১ সেকেন্ডে দেখা যায়, একজন ‘ইউনিট কমান্ডার’ জয় বাংলা স্লোগান দিচ্ছেন। তার সঙ্গে গলা মিলিয়ে স্লোগান দিচ্ছেন অন্যরা। এরপর স্ক্রিনে লেখা ওঠে, ‘একটি যুদ্ধ; যা একটি জাতির জন্ম দেয়’।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে এর আগে বলিউডে বেশকিছু সিনেমা নির্মিত হয়েছে। নতুন এই সিনেমাটির টিজারে দেখা যায়, ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এরপর দেখা যায় যুদ্ধের প্রস্তুতি, ট্যাঙ্ক নিয়ে ভারতীয় সেনাদের নদী পার হওয়ার দৃশ্য।


ইউটিউবে টিজারের বিবরণে লেখা হয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৪৫তম অশ্বারোহী ট্যাংক স্কোয়াড্রনের ব্রিগেডিয়ার বলরাম সিংয়ের লেখা ‘দ্যা বার্নিং চ্যাফি’ অবলম্বনে নির্মিত হয়েছে পিপ্পা।


যশোরের গরীবপুরে ৪৮ ঘণ্টাব্যাপী অ্যাকশন প্যাকড যুদ্ধের পটভূমিতে তিন ভাইবোনের গল্প হলো পিপ্পা। বলরাম সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন ঈশান খাট্টার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us