উচ্চবর্ণের কুঁজো থেকে জল খাওয়ার জন্য প্রাণ যায়নি রাজস্থানের দলিত ছাত্রের, বলছে পুলিশ

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২, ১৫:২৬

রাজস্থানের হাসপাতালে মৃত্যু হয়েছে রাজস্থানের জালোরের বাসিন্দা ৯ বছরের দলিত স্কুল ছাত্রের। খবরে প্রকাশ, স্কুলে উচ্চবর্ণের জন্য আনা কুঁজো থেকে জল খাওয়ার ‘অপরাধে’ তাকে মারধর করা হয়। শনিবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়।


কিন্তু প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, মৃত্যুর কারণ যেটা বলা হচ্ছে, তা নয়।জালোরের পুলিশ সুপার হর্ষবর্ধন অগ্রবাল জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানতে পারা গিয়েছে, উচ্চবর্ণের জন্য আনা কুঁজো থেকে জল খাওয়ার অভিযোগে ন’বছরের দলিত ছাত্রকে মারধর করা হয়েছে, এই অভিযোগ ঠিক নয়। তিনি বলেন, ‘‘আমরা ছাত্র ও শিক্ষকদের সঙ্গে কথা বলেছি।


তাঁদের মধ্যে অনেকেই মেঘাওয়াল সম্প্রদায়ের (দলিত)। এখনও পর্যন্ত যা তথ্য পেয়েছি, তাতে অভিযোগ সত্য বলে প্রাথমিক ভাবে মনে হচ্ছে না।’’পুলিশ সুপার জানিয়েছেন, ওই স্কুলে সবার পানের জন্য রয়েছে একটি জলের ট্যাঙ্ক। হর্ষবর্ধন আরও বলেন, ‘‘ওই দলিত ছাত্রের নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে পরিষ্কার হবে মৃত্যুর সঠিক কারণ।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us