দেশের পুঁজিবাজারে সবচেয়ে দামি শেয়ার হলো রেকিট বেনকিজার (বিডি) লিমিটেডের শেয়ার। ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য ৪ হাজার ৮১০ টাকা। তাতে ৪ কোটি ৭২ লাখ ৫ হাজার টাকা মূলধনের কোম্পানির মূল্য দাঁড়িয়েছে ২২৯২ কোটি ৪৭ লাখ ৫৫ হাজার টাকায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রেকিট বেনকিজার ১৯৮৭ সালে তালিকাভুক্ত হয়। কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে কোম্পানির ৮২ দশমিক ৯৬ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪ দশমিক ৫০ শতাংশ শেয়ার। সরকারের কাছে রয়েছে ৩ দশমিক ৭৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২ দশমিক ৮৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫ দশমিক ৯৪ শতাংশ শেয়ার।
বর্তমানে কোম্পানিটির ৪৭ লাখ ২৫ হাজার শেয়ার রয়েছে। কোম্পানিটি এই শেয়ারহোল্ডারদের ৭৭ কোটি ৯৬ লাখ ২৫ হাজার টাকা লভ্যাংশ দিয়েছে। কোম্পানির কাছে ৯০ কোটি ৭১ লাখ টাকা মুনাফা।
দামি শেয়ারের দ্বিতীয় তালিকায় রয়েছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার। এই শেয়ারের দাম ২ হাজার ৮৯৯ টাকা।
তৃতীয় স্থানে রয়েছে মেরিকো বাংলাদেশের শেয়ার। যার মূল্য ২৪৭৫ দশমিক ৭ টাকা। চতুর্থ স্থানে থাকা ইস্টার্ন লুব্রিকেন্টের শেয়ারের দাম ১ হাজার ৮৫৬ টাকা ৮০ পয়সা। এরপর দামি কোম্পানিগুলোর মধ্যে রয়েছে যথাক্রমে বার্জার পেইন্টসের শেয়ার। এই শেয়ারটির দাম ১৭৯০ টাকা।