রাজধানীর উত্তরায় ক্রেন থেকে ছিটকে প্রাইভেটকারের ওপর পড়া ১২০ টন ওজনের গার্ডারটি তাৎক্ষণিকভাবে সরানোর সক্ষমতা ফায়ার সার্ভিসের না থাকায় গাড়িতে থাকা মরদেহ উদ্ধারে দেরি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গার্ডারটি সরাতে পরে উচ্চক্ষমতাসম্পন্ন ক্রেন আনা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যায় গার্ডারটি সরিয়ে প্রাইভেটকার থেকে পাঁচজনের মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফ করেন উত্তরা ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক সৈয়দ মনিরুল ইসলাম। তিনি বলেন, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি শিশু, দুই নারী এবং একজন পুরুষ রয়েছেন।