ভায়াডাক্টে চাপা পড়া প্রাইভেটকার থেকে ৫ মরদেহ উদ্ধার

ডেইলি স্টার প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২, ২০:৩৩

রাজধানীর উত্তরার জসীমউদ্দীন এলাকায় ক্রেন থেকে পড়া বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ভায়াডাক্টে চাপা পড়া প্রাইভেটকার থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


আজ সোমবার উত্তরা ফায়ারসার্ভিসের ডিউটি অফিসার সৈয়দ মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।



তিনি বলেন, এক্সভেটর দিয়ে ভায়াডাক্টটি সরানো হয়েছে। এরপর বাস থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।


এর আগে আজ সোমবার বিকেল ৪টার দিকে রাজধানীর উত্তরার জসীমউদ্দীন এলাকায় ক্রেন থেকে পড়ে বিআরটি প্রকল্পের ভায়াডাক্টে প্রাইভেটকারটি চাপা পড়ে।


তখন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহসীন দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন, এ ঘটনায় ৪ জন নিহত হয়েছেন এবং ২ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।'



তিনি আরও বলেন, 'ক্রেন বেঁকে ভায়াডাক্টের অংশ পড়ে যায়। এতে গাড়িটি চাপা পড়ে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us