সময় নষ্ট নয়, ভিডিয়ো গেম খেলেও রোজগার করা যায় কোটি টাকা, বলছেন কমনওয়েলথে ব্রোঞ্জজয়ী বাংলার মইন

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২, ১৮:৫৪

কমনওয়েলথ গেমসে সোনা জিতে ফেরার পর থেকেই আকর্ষণের কেন্দ্রে অচিন্ত্য শিউলি। ভারোত্তোলনে পদক জিতেছেন হাওড়ার দেউলপুরের ছেলে। মাতামাতি হচ্ছে সৌরভ ঘোষালকে নিয়েও, যিনি স্কোয়াশে ব্রোঞ্জ জিতেছেন। অথচ এই বাংলা থেকেই আরও এক জন পদক জিতে ফিরেছেন, যাঁকে ঘিরে না আছে কোনও উচ্ছ্বাস, না কোনও মাতামাতি।তিনি মইন ইজাজ। খাস উত্তর কলকাতার কলেজ স্ট্রিটের ছেলে।


খুব ছোট করে তাঁর পরিচয় দিতে গেলে বলতে হয়, তিনি ভিডিয়ো গেম খেলেন। কমনওয়েলথ গেমসে ই-স্পোর্টসে তিনি ব্রোঞ্জ জিতেছেন। এই খেলায় বাইরে গিয়ে ঘাম ঝরাতে হয় না। তাঁর খেলায় স্রেফ টেবিল-চেয়ার, একটি অত্যাধুনিক কম্পিউটার হলেই চলে। দৃষ্টি সব সময় থাকে কম্পিউটারের মনিটরের দিকে। তাঁর খেলায় সেই উচ্ছ্বাস, মাতামাতি, অ্যাড্রিনালিন ক্ষরণ, সমর্থক নেই বলেই হয়তো উৎসাহ কম।তাতে অবশ্য কোনও আক্ষেপ নেই মইনের। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us