হাসপাতালের সিঁড়ি থেকে নবজাতক উদ্ধার

সমকাল প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২, ১৮:৫৩

নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতালের সিঁড়িঘর থেকে এক নবজাতককে উদ্ধার করেছে হাসপাতালের কর্মচারী। রোববার রাত ১০টার দিকে হাসপাতালের চতুর্থ তলার সিঁড়িঘরে কান্নার আওয়াজ পেয়ে হাসপাতালের ওর্য়াডবয় মো. রাজু হোসেন এগিয়ে গিয়ে ওই নবজাতককে উদ্ধার করেন। উদ্ধার করা ওই নবজাতককে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।


সোমবার বিকেল পর্যন্ত ওই নবজাতকের অভিভাবককে খুঁজে পাওয়া যায়নি। তবে হাসপাতালে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


হাসপাতালের ওয়ার্ড বয় মোহাম্মদ রাজু হোসেন বলেন, হাসপাতালে সিঁড়িতে অনেক লোকের ভিড় এবং চিৎকার শুনে আমি এগিয়ে যাই, সেখানে গিয়ে দেখি সিঁড়িতে শুয়ে এক শিশু কান্না করছে। লোকজন তাকে ঘিরে রেখেছে, এমন অবস্থায় শিশুটিকে কোলে তুলে নিয়ে হাসপাতালে শিশু ওয়ার্ডে আমার নিজ নামে তাকে ভর্তি করাই। কারণ শিশুটির কোনো নাম জানা নেই।


হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মোছা. মুনিরা জান্নাত বলেন, রাজু শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। শিশুর অক্সিজেন স্বল্পতা থাকায় আমরা দ্রুত অক্সিজেনের ব্যবস্থা গ্রহণ করি এবং ডাক্তার এসে তাৎক্ষণিক শিশুটির চিকিৎসা করে ওষুধ দিয়ে যান।


হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মো.ফজলুর রহমান বলেন, শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে শিশুটি হাসপাতালে ভর্তি রয়েছে, সুস্থ আছে।  সার্বক্ষণিক তার নজরদারি করার জন্য লোক রাখা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us